বাবুটিপাড়া ইউনিয়ন বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার অন্তর্গত ২২টি ইউনিয়নের একটি । ১৪টি গ্রামনিয়ে অবস্থিত এটি মুরাদনগর উপজেলার সর্বদক্ষিণের ইউনিয়ন । গ্রামগুলোর নাম- পান্তি, দরগাজী, গান্দ্রা, দৈয়ারা, বইশখলা, তেপুকুরিয়া, নতুন বাবুটিপাড়া, তেলুয়া মাইনকা, নরসিংহপুর, বাবুটিপাড়া, নোয়াপুস্করিনী, দড়ানীপাড়া, কালাডুমুর, রামপুর, আসাদনগর, লাজৈর এবং গোমতা ।
এক নজরে বাবুটিপাড়া ইউনিন:
১। আয়তনঃ- ১৪ বর্গ কিলোমিটার ।
২। সীমানাঃ- উত্তরে পাহাড়পুর ইউনিয়ন, দক্ষিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, পূর্বে ১২নং ভানী ইউনিয়ন পরিষদ (দেবিদ্বার), পশ্চিমে ইলিয়টগঞ্জ (উঃ) ইউনিয়ন পরিষদ ।
৩। মৌজাঃ- ৭টি।
বাবুটিপাড়া, দৈয়ারা, গান্দ্রা, লাজৈর, নরসিংহপুর, পান্তি, রামপুর ।
৪। ওয়ার্ডঃ- ৯টি।
৫। গ্রামঃ- ১৪টি।
৬। লোকসংখ্যাঃ- ২২৭৬৬জন।
৭। ভোটার সংখ্যাঃ- ১৩৯৫৫জন।
৮। পরিবার সংখ্যাঃ- ৪৫২২টি।
৯। শিক্ষাপ্রতিষ্ঠানঃ- উচ্চ বিদ্যালয়-৩টি, সরকারী প্রাথমিক বিদ্যালয়-৬টি, বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়-৩টি, দাখিল মাদ্রাসা-২টি, ফোরকানিয়া মাদ্রাসা-৬টি, এতিমখানা-৩টি।
১০। মসজিদঃ- ৫০টি।
১১। মন্দিরঃ- ০৫টি।
১২। হাট/বাজারঃ- ৩টি।
১৩। নদীঃ- ১টি।
১৪। খালঃ- ৮টি।
১৫। ডাকঘরঃ- ১টি।
১৬। ইউনিয়ন ভূমি অফিস।
১৭। হাসপাতাল/ স্বাস্থ্য কেন্দ্রঃ- ১টি।
১৮। যোগাযোগ ব্যবস্থাঃ- কাঁচা রাস্তা ৩৫কিলোমিটার, পাকা রাস্তা ২০কিলোমিটার ।
ইউনিয়নেরঅবস্থান ও সীমানা : উত্তরে পাহাড়পুর ইউনিয়ন, পূর্বেদেবিদ্বারউপজেলার ভানী ইউনিয়ন, দক্ষিনে চান্দিনা উপজেলাবাতাঘাসি ও শুহিলপুর ইউনিয়ন, পশ্চিমে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ (দ:) ইউনিয়ন ও বাঁশখলা ইউনিয়ন।
মুরাদনগর উপজেলা থেকে সড়ক পথে ২০কি: মি: দূরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোল ঘেঁসে খিরাই নদী সংলগ্ন ঐতিহ্যবাহী বাবুটিপাড়া ইউনিয়নটি অবস্থিত। ত্রিপুরা, আসাম ও মেঘালয় খেকে নেমে আসা পানির জলস্রোত গোমতী নদীর উপর দিয়ে প্রবাহিত হয়ে বড় খাল দিয়ে যাবার পথে প্রায় প্রতি বছরই এ ইউনিয়নের শত শতএকর জমির ফসল নষ্ট করা সত্বেও সংগ্রামে, ঐতিহ্যে ও প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়ে টিকে থাকার একঈষণীয় সাফল্যের দাবীদার এ এলাকার জনসাধারণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস