Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাবুটিপাড়া ইউনিয়নের ইতিহাস

এই গ্রামের নামকরন নিয়ে অনেক কথা শুনা যায়।  পাকিস্তান শাসনামলে  এই গ্রামে প্রচুর হিন্দু সম্প্রদায় বাস করতেন। তাদের মধ্যে জাহাপুরের বাবুরা অন্যতম।  তখনকার সময়  এই গ্রামের বেশির ভাগ এলাকা জুড়ে গাছ-গাছালি আর বন-বাদরে ভরা ছিল। সেই থেকে এই গ্রামের নাম হয় বাবডি  আরা । এরপর বাবুরা চলে গেলে আস্তে আস্তে তা পরিনত হয় মুসলিম সম্প্রদায়ের এক মহল্লায় । যেখানে হিন্দু সম্প্রদায় ছাড়া আর কোন মানুষ ছিলনা আজ সেখানে  একটি পরিবার ও নেই ।  পরে তা সংস্কার করে  বাবুটিপাড়া  হিসেবে নতুন নামে সৃষ্টি করে।  এই পরিষদটি ৩৩ শতাংশ জায়গার উপর অবস্থিত। স্থাপিত ১৯৯২ খ্রি: । জমিদাতা বাবুটিপাড়া গ্রামেরই সন্তান জনাব মো: আকামত আলী ।