গ্রাম পুলিশের দায়িত্ব : বিধিমালা ১৯৬৮-এর বিধানবলে গ্রাম পুলিশ গঠিত হয়। প্রত্যেক গ্রামপুলিশকে মৌলিক গণতান্ত্র আদেশের তৃতীয় তফসিলের অংশ ২-এ লিপিবদ্ধ সকল ক্ষমতা ও দায়িত্ব পালন করিতে হয়।
গ্রাম পুলিশের দায়িত্ব নিম্নরুপঃ
ক্রমিক নং | আইনের বিবরণ |
০১ | দিনে ও রাতে ইউনিয়েন পাহারা ও টহলদারী করা। |
০২ | চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদকে সরকারী দায়িত্ব পালনে সহায়তা করা। |
০৩ | অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট সকল বিষয় অনুসন্ধান ও দমন এবং অপরাধীদের গ্রেফতার করতে সাধ্যমত পুলিশকে সহায়তা করা। |
০৪ | অন্য নির্দেশ না থাকলে প্রতি পনর দিন অন্তর এলাকার অবস্হা সম্পর্কে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তাকে অবহিত করা। |
০৫ | থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সে সকল বিষয় সম্পর্কে অবহিত করবেন,যাবিরোধ,দাংগা হাংগামা বা তুমুল কলহ সৃষ্টি করতে এবং জনগনের শান্তি বিঘ্নিতকরতে পারে । |
০৬ | ইউনিয়নেরখারাপ চরিত্রের লোকদের গতিবিধি লক্ষ্য করা এবং মাঝে মাঝে থানার ভারপ্রাপ্তকর্মকর্তাকে অবহিত করা।পার্শ্ববর্তী এলাকা হইতে আগত কোন সন্দেহজনক ব্যক্তিরউপস্হিতি সম্পর্কেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা। |
০৭ | জন্ম ও মৃর্ত্য রেজিষ্টার সংরক্ষণ এবং এলাকার সব জন্ম ও মৃত্যু সম্পর্কে ইউনিয়ন পরিষদকে অবহিত করবেন। |
০৮ | খাজনা /ভূমি উন্নয়ন কর,স্হানিয় কর,ফি বা অন্য পাওনা সংগ্রহ আদায়ে তিনি রাজস্ব কর্মচারীদের সহায়তা করা। |
০৯ | ইউনিয়ন পরিষদের নিদের্শে কোন বাসিন্দার আবাস্হল ও সম্পির উপর পরোয়ানা জারি করতে পারবেন। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস