উপজেলা সড়ক:
ইউনিয়ন সড়ক:
গ্রাম সড়ক: (A)
(B)
ব্রিজ/কালভার্ট: ১২টি
কাঁচা রাস্তা: ৩৫ কি: মি:
মুরাদনগর উপজেলা থেকে সিএনজি/বাসে নহল চৌমুহনী বাখরাবাদ হয়ে ইলিয়টগঞ্জে নেমে আবার সিএনজি যোগে ইউনিয়ন পরিষদে আসা যায়। এতে খরচ পড়বে ৬০-৭০ টাকা এবং আরাম দায়ক।
আবার অন্যভাবে মুরাদনগর উপজেলা থেকে শুধুমাত্র সিএনজি যোগে নহল চৌমুহনী পান্তি বাজার হয়ে বাবুটিপাড়া ইউনিযন পরিষদে আসা যায়। এত খরচ পড়বে-৪০-৫০ টাকা। তবে রাস্তার ত্রুটির কারনে সময় একটু বেশি লাগবে এবং সন্ধ্যার পরের চলাফেরা খুবই ঝুকিপূর্ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস